সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২১ জমাদিউস সানি ১৪৪৬ | ০৭:৩০:৫৪

শিরোনাম
মানিকগঞ্জের সিংগাইরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
আপডেট : ২০২৪-০৩-১১ ১৪:০৫:৩৭

স্টাফ রিপোর্টার,(মানিকগঞ্জ) ১১ মার্চ ঃমানিকগঞ্জের সিংগাইরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আপন বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই কোহেল উদ্দিন (৬৫)।

আজ সোমবার (১১ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম নিশ্চীত করেছেন।

নিহত কোহেল উদ্দিন সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের মধুরচর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছেলে ।

পুলিশ জানায়,গতকাল রবিবার দুপুরে কোহেল ও তার বড় ভাই ইসলাম মুন্সি দুজনের মধ্যে বাড়ির সীমানা নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই ইসলাম ও তার পরিবারের সদস্যরা কোহেল ও তার ছেলে শাহিনুরের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কোহেল ও তার ছেলে শাহিনুর গুরুতর আহত হন। পরে স্বজনরা আহত অবস্থায় কোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান ।  অপরদিকে শাহিনুরকে আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি তবে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে  জানান তিনি।


267




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]