সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | ০৩:৪০:২২

শিরোনাম
৭ মার্চের ঐতিহাসিক ভাষনের মধ্য দিয়ে বাঙ্গালির মুক্তি সংগ্রামের শুভ সুচনা হয়েছিল- শরণখোলায় এমপি সোহাগ
আপডেট : ২০২৪-০৩-০৮ ২০:১৩:৫৬

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট)ঃ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের মধ্য দিয়ে বাঙ্গালীর মুক্তি সংগ্রামের শুভ সূচনা হয়েছিল। এ ভাষনে উদ্বুদ্ধ হয়েই এ দেশের স্বাধীনতাকামী মানুষেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। ৮ মার্চ শুক্রবার বিকেলে বাগেরহাটের শরণখোলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ একথা বলেন। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন। 

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জালাল আহমেদ রুমী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান জমাদ্দার, ছাত্রলীগের সাবেক সভাপতি বাদশা আলমগীর আলম। 

বদিউজ্জামান সোহাগ বলেন, শরণখোলার উন্নয়নে ইতিমধ্যে বিশুদ্ধ সুপেয় পানি ব্যবস্থাপনার জন্য পুকুর সংস্কার ও বৃষ্টির পানি সংরক্ষনের জন্য ট্যাংকি বিতরণ সহ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। খুব শীগ্রই টেকনিক্যাল কলেজের জমি অধিগ্রহণ সহ রায়েন্দা খালের সেতু নির্মান কাজ শিগ্রই শুরু হবে


177




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]