সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২১ জমাদিউস সানি ১৪৪৬ | ০৭:২৪:২৮

শিরোনাম
২১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার
আপডেট : ২০২৪-০২-২৬ ১৯:২১:০৮

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইরে পোশাকশ্রমিককে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা পাওয়া আসামি আবুল হোসেন ওরফে রাজিবকে (৪৫) ২১ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মানিকগঞ্জের সিংগাইরের ভূমদক্ষিণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪।

গ্রেপ্তার আবুল হোসেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা উত্তরপাড়া এলাকার গেদা ফকিরের ছেলে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৭ মে গার্মেন্টে কাজ শেষে বাড়ি ফেরার পথে আসামি আবুল হোসেন, মানিক মিয়া, আব্দুল খালেক ও আবুল কালাম ওই নারীকে প্রথমে অপহরণ করে। এরপর ধল্লা এলাকার একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানির পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই নারীকে সিংগাইর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর ঘটনার পর দিন ওই নারীর বাবা বাদী হয়ে আবুল হোসেন ও ধর্ষণের জড়িত বাকিদের নামে সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামি আবুল হোসেন ও মানিক মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর উভয়পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক শেষে ২০১৭ সালের ১৪ মে আদালতের বিচারক আসামিদের অনুপস্থিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আবুল হোসেন ও মানিক মিয়া পলাতক ছিলেন।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। এরপর গোপন সংবাদের মাধ্যমে রোববার দিবাগত রাতে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। আসামি আবুল হোসেন মানিককে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে মামলার অপর যাবজ্জীবন সাজা পাওয়া আসামি মানিক মিয়া এখনো পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, আসামিকে থানায় হস্তান্তর করার পর আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


398




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]