লেমুবাড়ী বিঃ-সুঃ উচ্চ বিদ্যলয়ের পুনর্মিলনী -২০২২ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,
মানিকগঞ্জ / ৮ মে
”এসো মিলি একসাথে প্রাণের বিদ্যাপিঠে”নানা আয়োজনের মধ্যদিয়ে মানিকগঞ্জ সদর উপ জেলার লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যলয়ের প্রাক্তন শির্ক্ষাথীদের পুনর্মিলনী-২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা নিবন্ধনকৃত শিক্ষার্থীদের পদচার নায় মুখরিত হয়ে উঠে বিদ্যালয় পাঙ্গন।র্দীঘ তেয়াত্তর বছর পর প্রাক্তন শিক্ষার্থিদের আগ মনে বিদ্যালয়টি যেন এক মিলন মেলায় পরিনত হয়।বেলা এগারোটায় জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলন ও পবিত্র কুর-আন থেকে তেলাউ য়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের র্কাযক্রম শুরু হয়।এর পর আয়োজকগন ধারবাহিক ভাবে প্রাক্তন শিক্ষার্থিদের মঞ্চে ডেকে বরন করে নেয়া হয়।এসময় তারা সংক্ষিপ্তভাবে নিজেদের পরিচিতি তোলে ধরেন।
দুপুরে খাবারের বিরতি শেষে বেলা তিনটায় শুরু হয় স্মৃতি চারন ও বক্তব্য।বিদ্যালয় পরিচা লনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম,এ হোসেনের সভাপতিত্বে, ইশতিয়াক ইকবাল বিশ্বাস চপলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন।প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বানিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব।( অবসরপ্রাপ্ত)মোঃরমজান আলী,আব্দুছ সোবহান (অবসর প্রাপ্ত)র্নিবাহী প্রকৌশলী পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানী ঢাকা, রায়হান উদ্দীন আহম্মেদ প্রাক্তন প্রধান শিক্ষক,মোঃ আব্দুস সোবহান সাবেক চেয়ারম্যান পুটাইল ইউপি,মোঃ আবুল কাশেম অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মানিকগঞ্জ এস কে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, মহিদুর রহমান মহিদ চেয়ারম্যান পুটাইল ইউনিয়ন পরিষদ,ডা. মন্জুরুল হাসান,রেসিডেন্ট ডাক্তার জাতীয় হৃদরোগ হাস পাতাল কার্ডিয়াক সার্জন প্রমুখ।বক্তব্য শেষে প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।