সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | ০৩:১০:৩০

শিরোনাম
পোস্তগোলা সেতুতে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে চলাচলকারীরা
আপডেট : ২০২৪-০২-২৬ ১২:৪৫:১২

নিজস্ব প্রতিবেদক : পোস্তগোলা সেতু মেরামতের পঞ্চম দিনে একেবারেই বন্ধ রাখা হয়েছে যান চলাচল।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুটি গার্ডার মেরামত ও রেট্রো ফিটিং অংশে ঢালাইয়ের কাজ করছে সড়ক নির্মাণ শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারীরা।

বহু মানুষকে দেখা গেছে যারা পায়ে হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে। অনেকেই আগে থেকে জানতেন না। জরুরী কাজে বেরিয়ে তারা সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছেন।

এর আগে গত চারদিনও চলে সেতুটির সংস্কার কাজ। তবে সীমিত আকারে চালু ছিল যান চলাচল। তবে সারাদিন ঢালাইয়ের কাজের জন্য আরও আগেই যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, পোস্তগোলা সেতুর সংস্কার কাজ চলবে ৮ মার্চ পর্যন্ত। আগামী ১, ৪ এবং ৮ মার্চও সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। ৯ মার্চ থেকে সেতুতে পুরোপুরি যানচলাচল শুরু হবে। গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয় সেতুটির সংস্কার কাজ।


106




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]