জ্যেষ্ঠ প্রতিবেদক
ইউনাইটেড মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হুমকি এবং আসামিদের আইনের আওতায় আনতে ডিবি কার্যালয়ে অভিযোগ দিতে এসেছেন শিশু আয়ানের বাবা শামীম আহমেদ।
এসময়, আয়ানের বাবা শামীম আহমেদ সাংবাদিকদের বলেন, ‘থানা-পুলিশও আসামিদের গ্রেপ্তার করছে না। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অব্যাহতিও দেয়নি। এমন অবস্থায় আমি ডিবি কার্যালয়ে এসেছি। লিখিত অভিযোগ করবো। আশা করি, আসামিদের গ্রেপ্তার করবে ডিবি।’
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান শামীম আহমেদ। ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ দেন তিনি।
শামীম আহমেদ বলেন, ‘ইউনাইটেড মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।’
গত বছরের ৩১ ডিসেম্বর পাঁচ বছরের শিশু আয়ানকে বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে ফুল অ্যানেস্থেশিয়া দিয়ে খতনা করানো হয়। অভিভাবকদের অনুমতি ছাড়াই তার খতনা করানো হয় বলে অভিযোগ রয়েছে। অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় আয়ানকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে সাত দিন পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে রাখার পর ৭ জানুয়ারি মাঝরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।