সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | ০৩:৩৮:৫২

শিরোনাম
চার দফা দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ
আপডেট : ২০২৪-০২-২৪ ২৩:৪৭:৪৪

নিজস্ব প্রতিবেদক: সরকারিকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে সাতক্ষীরার দেবহাটা বি বি এম পি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিক আহমেদকে সভাপতি ও মুন্সীগঞ্জের গজারিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফরহাদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন ও অর্থ সম্পাদক মো. ফরহাদ হোসেন নির্বাচিত হন।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেবহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন সদ্য সরকারি হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা।

পরে চার দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করেন শিক্ষকরা। 

মানববন্ধনে শিক্ষক-কর্মচারীরা যে সব দাবি করেন- আত্তীকরণ বিধিমালা-২০২৪ এর বেতন ভাতা নির্ধারণের ১০নং ধারা দ্রুত সংশোধন করা। পে-প্রটেকশন নিশ্চিত করা। বেসরকারি আমলের কার্যকর চাকুরীকাল অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণ করা। প্রমোশন ও বদলীর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।

দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির জন্য দ্বি-বার্ষিক সম্মেলনে ১৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রিয় কার্যকরী কমিটি গঠন করা হয়।

মানববন্ধন ও সম্মেলনে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সারাদেশ থেকে আশা এসব শিক্ষকরা।


254




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]