সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২১ জমাদিউস সানি ১৪৪৬ | ০৮:৫২:০৮

শিরোনাম
একা একা লাগে : মাহি
আপডেট : ২০২৪-০২-২৪ ০০:৩১:৫৬

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির সময়টা বেশ ভালো যাচ্ছে না। সদ্য রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। এখন তারা আলাদা থাকছেন। জীবনের এই খারাপ সময়ে একাকিত্ব গ্রাস করেছে মাহিকে। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে নিজের ফেসবুকে স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘একা একা লাগে।’

এর আগে ভিডিও বার্তায় মাহিয়া মাহি বলেছিলেন, ‘আসলে কী কারণে একটি ছাদের নিচে দুইটি মানুষ কেনো ভালো নেই সেটি তৃতীয় পক্ষ কেউ বলতে পারবে না সেই দুইজন মানুষ ছাড়া। তাছাড়া আমরা অনেক দিন ধরেই আলাদা আছি। আর তাই সব কিছু মিলিয়েই দুজন দুজনের প্রতি সম্মান জানিয়েই আলাদা হচ্ছি। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব।’

ভিডিওতে ফারিশকে নিয়ে মাহি বলেন, ‘আমার ছেলেকে নিয়েও আপনারা অনেকে খারাপ কমেন্ট করেন, সেগুলো দেখে মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। কোনো বাচ্চাকে নিয়ে এমন খারাপ কমেন্ট করবেন না সে যেমনি হোক না কেনো দেখতে। ও হয়তো এখন এসব বুঝতে পারে না। কিন্তু একসময় এসব বুঝবে, তখন সে নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না। আপনারা ফারিশের জন্য দোয়া করবেন।’ 

আগের মতো এখন চলচ্চিত্রে নিয়মিত নন মাহি। আবার দ্বিতীয় সংসারও ভাঙল। সব মিলিয়ে বলা যায়, বিষণ্নতায় ভুগছেন মাহি।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল। তাঁদের ঘরে পুত্রসন্তান ফারিশ রয়েছে। এর আগেও ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি।


406




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]