স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।। ২২ ডিসেম্বর/
মানিকগঞ্জের শিবালয় থেকে ১০১.৪৪ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পাটুরিয়া ট্রাকটার্মিনাল থেকে র্যাব-৪ এর একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
গ্রেফতাররা হলেন, বি-বাড়িয়া জেলার মোঃ সোহেল মিয়া, মোঃ মিকাইল ও ইমরান মিয়া।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গোপন সংবাদে র্যাব ৪ এর একটি আভিযানিক দল মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালায়। এসময় ১০১ কেজি ৪৪০ গ্রামে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গাজার ব্যবসাকরে আসছে।তারা দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাজা সংগ্রহ করে তা ঢাকা-আরিচা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।