নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের স্বনামধন্য রঙ কম্পানি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর ফলিত শাখা, বার্জার এক্সপেরিয়েন্স জোন, রাজশাহী।
রাজশাহী শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনলাইনের মাধ্যমে বাছাইকৃত শেরা ১৬ ‘’ক’’ বিভাগ এবং শেরা ১৬ ‘’খ’’ বিভাগ নির্ধারনের পর গতকাল ১৫ ডিসেম্বর শহরের রানীবাজার মোড়, বার্জার এক্সপেরিয়েন্স জোন প্রঙ্গনে, প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিলো, বাংলাদেশ। প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী মোট ছয়জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট এবং সনদ তুলেদেন বার্জার পেইন্টস এর সম্মানিত শাখা ব্যাবস্থাপক জনাব মোঃ আসাদুজ্জামান, এছাড়াও প্রাথমিক বাছাই পর্বে উত্তির্ন শেরা ৩২ জন প্রতিযোগীকে সৌজন্য উপহার এবং সনদ প্রদান করা হয় ।
অনুষ্ঠানের পুরো সময় শিক্ষার্থীদের উৎসবমুখর কোলাহলে বার্জার এক্সপেরিয়েন্স জোন প্রাঙ্গন ছিলো মুখোরিত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বার্জার পেইন্টস রাজশাহী শাখার টেরিটোরি ম্যানেজার, জোনাল অফিসার এবং বার্জার এযপেরিয়েন্স জোনের কালার কসাল্টেন্ট সহ বার্জার পেইন্টস রাজশাহী শাখার সকল সদস্যরা।