বিজয়ের মাসে আজ ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার হিমেল হাওয়ার প্রথম প্রহরে ব্রেকফাস্ট আড্ডার মাধ্যমে উষ্ণতার পরশ নিয়ে আসে এসোসিয়েশন অব্ এক্স ক্যাডেটস অব্ শাহীন কুর্মিটোলার ব্যানারে শত শত সাবেক ছাত্র-ছাত্রী ও সাবেক এবং বর্তমান শিক্ষকবৃন্দ।
বনানীর স্টার কাবাব এণ্ড রেস্টুরেন্টে সংগঠনটির সভাপতি রেজাউল হক হিরুর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত চায়ের কাপে ধূমায়িত আড্ডা ও মিলনমেলায় স্বাগত বক্তব্য রাখে বিএনসিসি ক্লাব বাংলাদেশ এর সভাপতি ৮৬ ব্যাচের ল্যাফটেন্যান্ট কর্ণেল (অব:) সালাহউদ্দিন লাল্টু। মিলনমেলায় উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের বর্তমান অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন জনাব নুরুজ্জামান, উপাধ্যক্ষ জনাব নূরে আলম ফেরদৌস, মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব মো: সোহেল রেজা এবং প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব ওয়াজিফা খাতুন। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সুবহে সাদেক ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম অপু।
জনপ্রিয় সংগঠক ও এসোসিয়েশন অব এক্স স্টুডেন্টস অব শাহীন কুর্মিটোলার পর পর দুইবার বিপুল ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক মীর্জা বাছেদ এর সুন্দর সঞ্চালনায় অনুষ্ঠিত ব্রেকফাস্ট প্রোগ্রামে কোরিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম চিশতী। অনুষ্ঠানটি সাবেক শাহীনদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।