গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজে শুভ সংঘের উদ্যোগে প্রায় অর্ধ শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
গত ২৮নভেম্বর মঙ্গলাবর সকাল ১০টায় বসুন্ধরা শুভ সংঘ সাপাহার শাখার উদ্যোগে উক্ত স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভ সংঘ সাপাহার শাখার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মনোয়ারুল ইসলাম, সম্পাদক আব্দুস সাত্তার, দৈনিক কালবেলার সাপাহার প্রতিনিধি সাংবাদিক প্রদীপ সাহা, দৈনিক সংবাদের তোফায়েল আহম্মেদ, যায়যায় দিনের বাবুল আকতার, বাংলাদেশ প্রেসক্লাব সাপাহার শাখার সভাপতি আব্দুল হালিম,সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজের পরিচালক সাংবাদিক গোলাপ খন্দকার ও শুভ সংঘের সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।