সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | ০৩:২৮:১৬

শিরোনাম
নারীতেই বসবাস " শবনম পপি:
আপডেট : ২০২২-০৪-২৮ ০০:৩৬:৪৯

" নারীতেই বসবাস "

 শবনম পপি:                             

এই যে নারী, শুনছো তুমি, শুনছো আমার কথা,

সব কিছুতেই কেন তোমার বড্ড মাথা ব্যথা।

দিন পালালে রাত দুপুরে কিসের এতো কাজ,

একটু সময় দিতেই পারো তোমায় তুমি আজ।

ভাবছো বসে অংক কষে মিলছে নাতো সময়,

জটিল প্যাঁচে পড়ছো তুমি ছয় হয়েছে নয়।

বাহির তোমায় ডাকছে আজি দৌড়ে ছাড় ঘর,

যাদের তুমি আপন ভাবো সবাই তোমার পর।

নিজ তাগিদে বাঁচতে শেখো করে মাথা উঁচু ,

নইলে তুমি দেখবে সমাজ রাখবে তোমায় নিচু।

রান্না ঘরে খুন্তি ঘুরে সময় হবে পার,

কারণ ছাড়া খুঁনসুটিতে জীবটাই অসার।

এতোকিছু সামলে তুমি যদি করো ভুল,

শেষ রক্ষা হবে না তো হারাবে দুই কুল।

নারী তুমি নয় অবলা নয়তো তুমি বোকা,

সবার দোষের বোঝা তুমি বইবে কেন একা।

সদাই তোমার চলতে হবে রক্ষা করে মন,

তবু তোমার হবে না তো কেউই আপনজন।

বলছি আমি চুপটি করে শোন আমার কথা,

দুর আকাশে মিলিয়ে ফেলো তোমার যত ব্যথা।

ইচ্ছা তোমার বিশাল বড় বুঝতে যদি পারো,

তোমার পায়ের লোহার শিকল আজই ভেঙে ফেল।

নিজের পায়ে দাঁড়িয়ে তুমি বাঁধতে পার ঘর,

বুঝবে তুমি কে বা আপন কে বা তোমার পর।

শুনছো তুমি , বলছি তোমায় তুমিই কি এক নারী?

বললাম ফিরে আলতো স্বরে আমি তো সেই নারী।

আমার জঠরে মানব সৃষ্টি, অস্তিত্বের এক আবাস,

কারণ ভুলে কেন বারেবারে গর্ব করো একরাশ।

যতই ভাবো নিজেকে বড় করো আমায় উপহাস 

গর্ভে আমার সত্তা তোমার 'আমাতেই বসবাস।'

     লেখক               সাবইন্সপেক্টর শবনম পপি

তেজগাঁও থানা (ডিএমপি)


195




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]