সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | ০৩:৫১:৩১

শিরোনাম
মানিকগঞ্জের লেমুবাড়ী প্রিমিয়ার ফুটবল লীগ -২০২৩ এ চ্যাম্পিয়ন বন্ধু একাদশ
আপডেট : ২০২৩-১১-১৭ ২০:১১:১৮


 আব্বাসী,স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ  : ১৭ নভেম্বর/

মানিকগঞ্জের লেমুবাড়ী প্রিমিয়ার  ফুটবল লীগ -২০২৩ ইং  এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বন্ধু একাদশ।

শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী বিনোদা সিন্দুরী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মায়ের দোয়া ফিটস এ্যান্ড মেডিসিন কর্ণারকে ২-০ গোলে হারিয়ে  বন্ধু একাদশ চ্যাম্পিয়ন হয়। 

লেমুবাড়ী সবুজ মুকুর মেলা ক্লাব আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়াম্যান ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি ইসরাফিল হোসেন। এর আগে খেলা উদ্বোধন করেন পুটাইল ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ।

খেলার প্রথমার্ধে দুটি দলই হাড্ডা -হাড্ডী লড়াই করেও গোলশূন্য শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায় বন্ধু একাদশের পক্ষে ১০ নাম্বার জার্সি পরিহিত সৈকত  (তৌফিক) প্রথম গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেয়। এর পপর খেলার শেষ মূহুর্তে তুহিন আহাম্মেদ দ্বিতীয় গোল করে। মায়ের দোয়া ফিটস এ্যান্ড মেডিসিন কর্ণার কোন গোল করতে নাপারলে

২--০ গোলে জয়নিয়ে মাঠ ছাড়ে বন্ধু একাদ। 

খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে  আওয়ামীলীগ

পুটাইল শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও মো: আতোয়ার রহমান এর সঞ্চালনায়

খেলার উদ্বোধক পুটাইল ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ বিজয়ি ও  পরাজিতদের মাঝে পুরুস্কার বিতরন করেন। এতে ম্যান অবদা ম্যাচ এর পুরস্কার  পান লাভলু মিয়া এবং সেরা গোল দাতার পুরস্কার পান সাইম ও জহিরুল।

এসময় উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ পুটাইল শাখার সহ-সভাপতি  সিদ্দিকুর রহমান স্বপন, সাধারন সম্পাদক এনামুল হক,সাবেক সাধারন সম্পাদক জামাল উদ্দীন মাস্টার, মানুষের তরে ফাউন্ডেশনের কোষাধক্ষ্য  মো: বাদল  মিয়া, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলী, আওয়ামীলীগ নেতা আরশেদ আলী প্রমুখ।


629




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]