সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | ০৩:১৮:৪১

শিরোনাম
সিংগাইরে সামাজিক সহিংসতা প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
আপডেট : ২০২৩-১১-০২ ১৯:৩৬:১৬

 

 আব্বাসী,স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ ।০২ নভেম্বর/

"জেন্ডার সংবেদনশীল প্রতিষ্ঠান ও নারীবান্ধব সমাজ গড়ি" এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে সামাজিক সহিংসতা প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্ধল ঘোনাপাড়া হাই স্কুল মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও অত্রবিদ্যালয়  যৌথভাবে এ কর্মশালার  আয়োজন করে। 

অত্র বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সহ-সভাপতি তপন খানের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় অনুষ্ঠানের  কর্মসূচির ধারণা পত্র পাঠ করেন প্রধান সহায়ক 

মানিকগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট শাহাদাত হোসেন সায়েম। 

সমাজে নারী পুরুষে বৈষম্যসহ বিদ্যমান অসংগতি ও সামাজিক সহিংসতার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন আলোচনা করেন  গোবিন্ধল ঘোনাপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম সরকার, উপদেষ্টা  কমিটির সদস্য মো: ওহিদুজ্জামান, বিদ্যালয় সহকারী শিক্ষক ও  যৌন নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি জয়ন্তী রানী সাহা, সহকারী শিক্ষক মো: শফিকুল হক,সালাউদ্দিন মিয়া, বারসিক কর্মকর্তা আছিয়া আক্তার প্রমুখ।  

বক্তারা বাল্য বিবাহ ইভটিজিং রাগিং ও বুলিংসহ সামাজিক সহিংসতা প্রতিরোধে শিক্ষক অবিভাবক সুশীল সমাজের প্রতিনিধির সাথে কাজী ঘটক ও আইনজীবীদের একযোগে কাজ করার আহবান জানান ।


168




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]