সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | ০৩:৪৮:৫২

শিরোনাম
মানিকগঞ্জের সিংগাইরে মাদক উদ্ধারসহ গ্রেফতার-৩
আপডেট : ২০২৩-১০-১২ ১৯:৪৭:১০


স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ : ১২ অক্টোবর  /

মানিকগঞ্জের সিংগাইরে দেশীয় মদ ও  বিয়ার উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার 

বিকালে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 আটককৃতরা হলেন-ঢাকা জেলার নবাবগঞ্জ থানার ভাওয়াডুবী গ্রামের শ্রীদাম বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস (২৩), উপজেলার দক্ষিন জামশা গ্রামের প্রানকৃষ্ণ চক্রবর্তীর ছেলে পংকজ চক্রবর্তী (২৫) এবং একই এলাকার মৃত.মজিবর রহমান মোহনের ছেলে সবুজ মিয়া (৩১)। 

পুলিশ সূত্রে জানাযায়, গত বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার চারিগ্রাম চৌরাস্তা সংলগ্ন সামাদ এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি কালীন সময় একটি মাইক্রোবাস আসে। মাইক্রোবাসটি 

এসআই তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সদের সহায়তায়  সিগন্যাল দিয়ে থামালে গাড়ীতে থাকা ৩ জন গাড়ী থেকে নেমে পালানোর চেষ্টা করে। এসময় দৌড়ে গিয়ে তাদেরকে আটক করা হয় । পরে গাড়ী তল্লাশী করে গাড়ী ভিতর থেকে ৫ লিটার দেশীয় মদ ও ২৫ ক্যান বিয়ার জব্দ করা হয়।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান,মদ,বিয়ারসহ

গাড়ীটি জব্দ করা হয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে  আজ বৃহস্পতিবার বিকালে আদালতে প্রেরন করা হয়েছে।


211




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]