সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২১ জমাদিউস সানি ১৪৪৬ | ০৮:১৪:০১

শিরোনাম
মানিকগঞ্জের কাফাটিয়া যুবক সমিতির ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাঘিয়া চ্যাম্পিয়ন
আপডেট : ২০২৩-০৯-২৩ ২২:৪৯:৫৩


স্টাফ রিপোর্টার , মানিকগঞ্জ  :  ২৩ সেপ্টেম্বর /

মানিকগঞ্জের কাফাটিয়া  যুবক সমিতির উদ্যোগে অনুষ্টিত  ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর  ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে  বাঘিয়া যুব সংঘ  ।

সুলতানপুর সূর্য কিরন যুবসংঘকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে  বাঘিয়া যুব সংঘ  ।

গত শুক্রবার বিকেল পাঁচ ঘটিকার সময় সদর উপজেলার কাফাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় সুলতানপুর সূর্য কিরন যুবসংঘকে ২-১ গোলে পরাজিত করে বাঘিয়া যুব সংঘ চ্যাম্পিয়ন হয়।খেলাটি উদ্বোধন করেন সমাজ সেবক মো: শাহীনুর রহমান শাহীন ।  

টান টান উত্তেজনাপূর্ন খেলার প্রথমার্ধের ১২ মিনিটের সময় বাঘিয়া যুব সংঘের ফরোয়ার্ড মিনার হোসেন দলের পক্ষে প্রথম গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেন। এর পর খেলার ২৫ মিনিটের সময় দ্বিতীয় গোল করে বিজয়ের পাল্লা দ্বিগুণ  করেন বাঘিয়া যুবসংঘ । খেলার দ্বিতীয়ার্ধে সুলতানপুর সূর্য কিরন যুবসংঘের পক্ষে হৃদয় একমাত্র গোল করে ব্যবধান কমান। এরপর উভয় দলই মুহুরমুহ আক্রমন করে ও আর গোলের দেখা পায়নি। ফলে সুলতানপুর সূর্য কিরন যুবসংঘকে ২-১ গোলে হারিয়ে  চ্যাম্পিয়ন  হয়ে মাঠছারে  বাঘিয়া।

খেলাটি পরিচারনা করেন জাতীয় ফিফা রেফারী  বদরুল আলম চুন্নু।  সহযোগি রেফারী হিসেবে ছিলেন আমজাদ হোসেন ও ফাহাদ শিক্ষক আফতাব উদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যায় মানিকগঞ্জ। খেলা শেষে জাতীয় পরিবহন শ্রমীকলীগের জেলা সভাপতি মো: সোয়েব আহম্মেদ রাজার সভাপতিত্বে এবং আফতাব উদ্দীন মেমোরিয়াল  উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল হোসাইন এর সঞ্চালনায়  পুরস্কার  বিতরনী অনুষ্ঠাণে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে বক্ত্য রাখেন পুটাইল ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পুটাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন গিনি বিশ্বাস, সাধারন সম্পাদক মো: এনামুল হক,আব্দুল কাদের সাবেক ইউপি চেয়ারম্যান ভাড়ারিয়া, মো: তছলিম হৃদয় কাউন্সিলর ও প্যানেল চেয়ারম্যান মানিকগঞ্জ,,পুটাইল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: আরশেদ আলী প্রমুখ । শেষে বিজয়ী ও পড়াজিতদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।এসময় মাহমুদুর রহমান সৌরভ, ৬ নং ওয়ার্ড সভাপতি লিয়াকত হোসেনসহ স্থানীয নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।


670




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]