স্টাফ রিপোর্টার , মানিকগঞ্জ । ১৪ সেপ্টেম্বর /
মানিকগঞ্জে দুইশত গ্রাম হেরোইনসহ চৌদ্দ মামলার আসামী মোঃ শাহিন মিয়া (৪৩) কে গ্রেফতার করেছে
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য বিশ লাখ টাকা। বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা মানিকগঞ্জ এর ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম এক প্রেস বিঞ্জপ্তীর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মোঃ শাহিন মিয়া শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের মো: রাজ্জাক মিয়ার ছেলে।
পুলিশ পরিদর্শক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিনগত রাত সারে বারোটার দিকে এস আই (নিরস্র) আসাদ মিয়ার নেতৃত্বে শিবালয় থানাধীন মহাদেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানকালে মহাদেবপুর বাসস্ট্যান্ডে জনৈক রাকিব এর কনফেকশনারী দোকানের সামনে থেকে মোঃ শাহিন মিয়াকে দুইশত গ্রাম হেরোইনসহ আটক করেন।
তিনি আরো জানান, ধৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চৌদ্দটি মামলা বিচারাধীন রহিয়াছে।
এতদ্ সংক্রান্তে শিবালয় থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।