স্টাফ রিপোর্টার ,মানিকগঞ্জ । ৪ সেপ্টেম্বর/
মানিকগঞ্জে পঞ্চাশ গ্রাম হেরোইন ও একশত গ্রাম গাঁজা, যাহার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ চার হাজার টাকা উদ্ধারসহ এক জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার সকালে জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর পুলিশ পরিদর্শক নিরস্র আবুল কালাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।
আবুল কালাম জানান, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পি পি এম-বার এর দিক নির্দেশনায় রোববার রাত সারে এগারোটায়
এসআই (নিরস্র)ফিজ ইমতিয়াজ জুয়েল এর নেতৃত্বে একটি অভিযানিক দল মানিকগঞ্জের ঘিওর থানার দক্ষিন তরা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জনৈক আঃ রাজ্জাক এর মুদির দোকানের সামনে কাঁচা রাস্তার উপর হতে আতোয়ার রহমানের ছেলে মোঃ মাসুদ রানা ওরফে রাসেল (২৫) কে পঞ্চাশ গ্রাম হেরোইন ও একশত গ্রাম গাঁজাসহ আটক করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এব্যপারে ঘিওর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।