স্টাফ রিপোর্টার , মানিকগঞ্জ ।। ১৩ জুন/
মানিকগঞ্জের দৌলতপুরে রহিম হত্যা মামলার প্রধান তিন আসামীর তিন দিনের করে রিমান্ড মন্জুর করেছেন আদালত।
মঙ্গলবার মানিকগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ১ এর বিচারক মুহাম্মদ আব্দুন নূর উভয় পক্ষের শুনানি শেষে এই নির্দেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের কাকনা গ্রামের মালেকের ছেলে মনির (৩০) নুরু মিয়ার ছেলে সোহন (৫০) ও আজিমুদ্দিন এর ছেলে বিল্লাল (৩৫)।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা পি বি আই এর উপ পরিদর্শক মো: আমিনুল ইসলাম ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। পরে আদালত তিন দিনের রিমান্ড মন্জুর করেন এবং আগামী ৭ কার্যদিবসের মধ্যে রিমান্ড প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায় গত ৫ জুন সোমবার সন্ধায় কাকনা গ্রামের খবির উদ্দিনের ছোট ছেলে আব্দুর রহিম মিয়া ( ৪২) বাড়ি থেকে বেড় হয়। কিন্তু রাতে বাড়ি না ফেরায় এবং পরেরদিনও অনেক খোঁজা খুঁজি করে না পাওয়ায় ৭ জুন বুধবার সকালে পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়রী করেন। একই দিন বিকাল ৫ টায় কাকনা উচ্চ বিদ্যালয়ের পিছনে বাঁশ ঝাড়ের পাশে খালের মধ্যে এলাকার লোকজন লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে দৌলতপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো: মন্টু মিয়া বাদী হয়ে গত ৮ জুন বৃহস্পতিবার অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।
পরবর্তীতে পি বি আই মামলার তদন্তভার গ্রহন করেন। ৮ জুন বৃহস্পতিবার তিনজনকে গ্রেফতার করেন এবং আসামীদেরকে ঘটনাস্হলে নিয়ে হত্যায় ব্যবহৃত বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন প্রাথমিকভাবে আসামীদের জিঞ্জাসাবাদে টাকার জন্য এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরো জিঞ্জাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম আদালত তিন দিনের রিমান্ড মন্জুর করেছেন। একজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই হত্যাকান্ডের সাথে আরো কেউ জড়িত আছে কি না তদন্ত চলছে।