সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | ০৩:২৯:০৫

শিরোনাম
♥আমি অভিভূত ♥
আপডেট : ২০২২-০৮-৩০ ১৭:৩৪:৪৪

   ♥আমি অভিভূত ♥

আব্দুল হাকিমঃ- ২৯/৮/২২ খ্রীস্টাব্দ স্মৃতিময় দিন যা নিজের মধ্যে ধারণ করতে পারছিনা তাই পোষ্ট করাঃ-আনুমানিক ২০০০ সনের দিকে আমরা(চাচারাসহ) খেত খামারি ছেড়ে দেই তার কারন ফসলি জমিতে জলবদ্ধতা ও সরকারের ভুমি অধিগ্রহণ। 


আমার বুঝ হওয়ার পর হতে আমরা দু বছরের পুরানো ধান শেষ করতে পারতাম না।তাহলে বুঝে নিন কি পরিমাণ আবাদ হতো আমাদের 

আর এ ফসল কেটে ঘরে তোলে দেওয়া মানুষগুলো নিয়ে আমার এ পোস্ট.......... 

প্রতিবছর এ মানুষগুলো নিয়মিত ভাবে সত্তর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত আমাদের সাথে এক অনন্য বন্ধনে জড়িয়ে থাকতো।

ঢাকার পাশেই মানিকগঞ্জ কালিয়াকৈর থেকে আসা কিছু সহজ সরল সাদা মনের মানুষেরা প্রতিবছর আমাদের ফসল ঘরে তোলে দিতেন। যাদের  সাথে আনন্দঘন সম্পর্কের জন্ম হয়েছে সেই বাল্যকাল থেকে সেইসব মানুষের খোঁজে ২২/২৩ বছর পর ছুটে গিয়ে ছিলাম তাদের কাছে "" ভাষায় প্রকাশ করার মত না,তারা আমাকে পেয়ে তাদের অভিব্যক্তির প্রকাশ আমারও ধারনার বাইরে ছিল।


আপনার চেয়ে  আপন মানুষেরা এমনটা করেনা,যা আমি তাদের কাছে পেলাম।

এইদিন সত্যিই ভুলবার নয়।

তাদের শ্রমে আমরা আমাদের ফসল ঘরে তোলতাম সেইসব মানুষের মাঝে না গেলে আমার বুঝাই হতে তারা আমাদের কত মিস করে।

দীর্ঘজীবি হোক ব্যাপারী  জেঠা তার পরিবার কোমর আলি ভাই,কিতাব আলি ভাই সহ সেইসব সহজ সরল সাধা মনের মানুষেরা 

আব্দুল হাকিম তুরাগ, ঢাকা


1102




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]