শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ | ৫ শাওয়াল ১৪৪৬ | ১৬:৫৫:০১

শিরোনাম
সাইকেলে চরে শরণখোলায় এলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত
আপডেট : ২০২৫-০৩-২৯ ২১:১৯:২৬

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ

সাইকেলে সুন্দরবন ভ্রমণে  এলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস। শনিবার সকালে শরণখোলা থেকে বাইসাইকেলে করে রাষ্ট্রদূত সুন্দরবনের হাড়বাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান। এর আগে শুক্রবার সন্ধ্যায় বরিশাল থেকে সাইকেলে করে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত শরণখোলায় এসে রাত্রিযাপন করেন।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, একটি স্বেচ্ছাসেবক সংগঠনের ব্যবস্থাপনায় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস সুন্দরবন সফরের উদ্দেশ্যে বাইসাইকেলে করে শুক্রবার সন্ধ্যায় শরণখোলায় এসে অগ্রদূত ফাউন্ডেশনের গেষ্ট হাউসে রাত্রিযাপন করেন। শনিবার সকালে রাষ্ট্রদূত সাইকেলে মোংলার জয়মনির দিকে রওয়ানা হয়ে যান।

বণ্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টীমের মোংলার জয়মনির একজন কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত সাইকেল চালিয়ে  শনিবার সকাল ১১টায় জয়মনি পৌছে “টাইগার হাউস” রেস্ট হাউসে ওঠেন। রাষ্ট্রদূতের দুতাবাসের তিনজন কর্মকর্তা রয়েছেন। বেলা ১২টার দিকে রাষ্ট্রদূত নদী পথে সুন্দরবনের হাড়বাড়িয়ার গেছেন। সন্ধ্যায় সুন্দরবন থেকে ফিরে তিনি “টাইগার হাউস” রেস্ট হাউসে রাত্রি যাপন করবেন। রবিবার দুপুরে  নেদারল্যান্ডের রাষ্ট্রদূত জয়মনি থেকে বরিশালের দিকে যাবেন। বরিশাল থেকে নদী পথে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা যাবেন বলে ওয়াইল্ড টীমের ঐ কর্মকর্তা জানান।##








98




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]