শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ | ৫ শাওয়াল ১৪৪৬ | ১৭:৩৯:২৬

শিরোনাম
শরণখোলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আপডেট : ২০২৫-০৩-২৭ ১৯:০৫:৩১


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শায়শের আলী হাওলাদারের রুহের মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


২৬ মার্চ বিকালে সাউথখালীর তাফালবাড়ি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান মতিয়ার রহমান।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য এডভোকেট ফারহান জাহান নিপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ও বিএনপি নেতা মোস্তফা কামাল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য বেল্লাল হোসেন মিলন, যুবদলের সদস্য সচিব আল আমিন খান, সাউথখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক হোসেন উজ্জ্বল, ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন, সাংবাদিক নইন আবু নাঈম, খোন্তাকাটা বিএনপির সভাপতি মহিউদ্দিন শাহজাহান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।


অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও জামায়াত নেতা মাওলানা রুহুল আমিন।


120




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]