শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ | ৫ শাওয়াল ১৪৪৬ | ১৭:৩৭:১২

শিরোনাম
১১ মার্চ সাপাহারের সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের ১৪ তম মৃত্যু বার্ষিকী।
আপডেট : ২০২৫-০৩-১০ ১৫:২৯:৩৫

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার সাংবাদিক, সমাজসেবক ও শিক্ষক প্রয়াত সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ ১১ মার্চ। 

সাংবাদিক খন্দকার বদিউজ্জামান ২০১১ সালের ১১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সাংবাদিক বদিউজ্জামান একাধারে যেমন সাংবাদিকতা ও শিক্ষকতায় অবদান রেখেছেন তা অনস্বীকার্য।  এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থেকে নানাবিধ সমাজসেবা মূলক কাজ করে জনমনে স্থান করে নেন। তিনি দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি, যুগের বাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, সাপাহার প্রেসক্লাবের অন্যতম সদস্য ও সাপাহার উপজেলা ভটভটি মালিক সমিতির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দৈনিক উত্তর বার্তা ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় কর্মরত ছিলেন তিনি দলমত নির্বিশেষে  সকল মানুষের কাছে একজন সদালাপী ও ন্যায় নিষ্ঠাবান মানুষ হিসেবে পরিচিত ছিলেন। 

আজ ১১ ই মার্চ সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের মৃত্যুবার্ষিকীতে শোক জ্ঞাপন করেছেন সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ তিনার ছোট ছেলে সাংবাদিক গোলাপ খন্দকার তিনি তার বাবার আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন যেন তার বাবাকে মহান আল্লাহ জান্নাত দান করেন।


105




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]