শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ | ১১ শাওয়াল ১৪৪৬ | ০৩:৩৪:২৬

শিরোনাম
সিএনআরএস এর সহায়তায় ধানসাগর ইউনিয়নের রতিয়া খাল পুনঃ খনন
আপডেট : ২০২৫-০৩-০৫ ২১:১৬:৩৮

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ

বাগেরহাটের শরণখোলায়

সি এন আর এস দীর্ঘদিন ধরে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে খাল পুনঃ খনন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নবপল্লব প্রকল্পের আওতায় ইসিএ অন্তর্ভুক্ত শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন এর রতিয়া রাজাপুর গ্রামে ওহাব আকন এর বাড়ি থেকে হাবিব মওলানা বাড়ি পর্যন্ত ২২০০ মিটার খাল পুনঃ খনন এর কাজ চলমান রয়েছে। খালটি দীর্ঘদিন পতিত ছিল। প্রায় ৩০ বছর পূর্বে খালটি খনন করা হলেও বর্তমানে মৃতপ্রায়। বর্ষা মৌসুমে খালটিতে ১.৫-২ ফুট পানি থাকলেও গ্রীষ্ম ও খরা মৌসুমে খালটি কোনো‌ পানি‌ থাকে না।

 সংশ্লিষ্ট এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় খালটি পুনঃ খনন করা হলে এলাকায় মিষ্টি পানির সংরক্ষণ বাড়বে তাতে ৫০০ পরিবার উপকৃত হবে। দুই হাজার একর জমিতে এক ফসলি থেকে দুই -তিন ফসলি জমির আবাদ শুরু হবে ।ফলে কৃষকেরা উপকৃত হবে। অত্র খালে পানি আসলে মাছের অভয়াশ্রম হবে। সেখানে শোল, কৈ, মাগুর, টাকি প্রভৃতি মাছের চাষ সম্ভব হবে। প্রায় ৫-১০ হাজার গবাদি পশু পাখির জীবন রক্ষা পাবে।

খাল খননকে ঘিরে এলাকার জনসাধারণ এর মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। 

উপজেলা প্রশাসন, কৃষি অফিসসহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডার সিএনআরএস কর্তৃক খাল পুনঃ খনন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এরকম আরো  সময়োপযোগী প্রকল্প হাতে নেওয়ার জন্য সিএনআরএস কে অনুরোধ করেছেন।

প্রকল্প সংশ্লিষ্ট  ম্যানেজার জনাব ইমাম মেহেদি হাসান এর সাথে কথা বলে জানা যায় যে ফান্ড প্রাপ্ত সাপেক্ষে নবপল্লব প্রকল্প এই ধরনের উন্নয়ন কার্যক্রম  চলমান থাকবে।




105




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]