শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ | ৫ শাওয়াল ১৪৪৬ | ১৬:৫৭:৪৩

শিরোনাম
জেলেদের হাতে আটক ৩ বনদস্যুর পরিচয় মিলেছে অপহরণ জেলেরা এখনও উদ্ধার হয়নি
আপডেট : ২০২৫-০১-২৮ ১৯:১৪:২৮

নইন আবু নাঈম শরণখোলা থেকেঃ

 বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলাচর ও আলোর কোল সংলগ্ন মান্দারবাড়ি এলাকায় ছেলেদের উপর হামলা লুটপাট ও মুক্তিবনের দাবিতে ১২/১৫ জেলে কে অপহরণ করেছে বনদস্যুরা। এ সময় সঙ্গবদ্ধ জেলেরা তিন দিক থেকে ঘিরে ফেলে অস্ত্রসহ ৩ বনদস্যুকে আটক করতে সক্ষম হয়েছে।এ সময় ওই বনদস্যদের কাছ থেকে একটি বন্দুক ও ৩৬ রাউন্ড বন্দুকের কার্টুজ উদ্ধার করে জেলেরা।  আটককৃত জেলেরা হল বাগেরহাটের মংলা উপজেলার আমড়াতলা গ্রামের জাফর শেখের পুত্র জাহাঙ্গীর শেখ (৫০), খুলনার পাইকগাছা উপজেলার বিরাশি  গ্রামের মৃত আজিজ মোড়লের পুত্র রহমত মোড়ল (২২) ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার পাওখালা গ্রামের আব্দুল আজিজ মোল্লার পুত্র রবিউল মোল্লা (২৬)। 


শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ জানায়, জেলেদের হাতে আটক হওয়া ৩ বনদস্য কে ২৮ জানুয়ারি সকালে দুবলার চর  এলাকায় নির্ধারিত কোস্টগার্ডের টিমের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এসময় তারা একটি বন্দুক ও ৩৬ রাউন্ড গুলি থানায় জমা দিয়েছে। দস্যদের মধ্যে  মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররেণ করা হয়েছে । বাকি দুইজনকে শরণখোলা থানা পুলিশ ধানসাগর নৌ পুলিশ ফাঁড়ি কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় কোস্ট গার্ড এর পক্ষে এম জাহিদুল ইসলাম কনটিজেন কমান্ডার (সিসি) দুবলা  বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছে।





329


এ বিভাগের আরো কিছু সংবাদ



Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]