শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ | ১১ শাওয়াল ১৪৪৬ | ০৪:৩৯:৪০

শিরোনাম
পলিথিন ও প্লাস্টিক দূষণের হাত থেকে সুন্দরবনকে রক্ষায় ইয়ুথ ফর দি সুন্দরবনের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু।
আপডেট : ২০২৫-০১-১৫ ১৭:২৫:৪৯

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ

বাগেরহাটে শরণখোলায় রূপান্তর আয়োজিত উপজেলায় পলিথিন ও প্লাস্টিক দূষণ থেকে সুন্দরবনকে রক্ষায় যুব নেতৃত্বের করণীয় বিষয়ক দুই দিনব্যাপী ইয়ুথ ফর দি সুন্দরবনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণটি শরণখোলা উপজেলার অফিসার্স ক্লাবে আজ ১৫/০১/২০২৫ তারিখ সকাল ১০ টায় শুরু হয়।  ইয়ুথ ফরদি সুন্দরবনের যুবক-যুবতিদের প্লাস্টিক দূষণ রোধ এবং আধুনিক বর্জ্য  ব্যবস্থাপনা সম্পর্কে নিজেদের ধারনাকে বাড়িয়ে তুলতে, সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি-বেসরকারি  প্রতিষ্ঠানসমূহ ও বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ ও এ্যাডভোকেসি করার কৌশল রপ্ত করা সহ পাঁচটি জেলার ১৭ টি উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ নেওয়ার কৌশল সম্পর্কে নিজেদের দক্ষতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে যুবক যুবতীদের ফ্যাসিলেটর সুস্মিতা মন্ডল ও মনোজিত সরকার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। কর্মশালায় উপস্থিত ছিলেন রিডিউসিং পলিউশন এন্ড ইম্প্রুভিং দি ইকোলজি অফ দি সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট এন্ড দেয়ার জোনস অফ ইনফ্লুয়েন্স ইন বাংলাদেশ প্রকল্প সমন্বয়কারি শুভাশিস ভট্টাচার্য আরো উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন।


380


এ বিভাগের আরো কিছু সংবাদ



Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]