রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ৫ রজব ১৪৪৬ | ১৯:২২:২৫

শিরোনাম
শরণখোলায় সাজেদা ফাউন্ডেশন এর অবহিতকরন সভা অনুষ্ঠিত।
আপডেট : ২০২৪-১২-২৪ ১৬:৫২:৩৫

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় সাজেদা ফাউন্ডেশনে বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট ফুড সিস্টেমস ইন বাংলাদেশ (বিসিএফএস) প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত। সাজেদা ফাউন্ডেশনের (বিসিএফএস) প্রকল্পের মাধ্যমে শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে বিনামূল্যে উন্নত স্বাস্থ্য সেবা, বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করবে। কৃষকদের উন্নত মানের বেশি ফলনের ধান সবজি ভালো জাতের মাছ চাষে মাছের পোনা সরবরাহ করে মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবে।শরণখোলা উপজেলা পরিষদের মিলনায়তনে আজ ২৪/১২/২০২৪ তারিখ মঙ্গলবার সকাল ১১ টায় সাজেদা ফাউন্ডেশনের (বিসিএফএস) প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। শরণখোলা উপজেলার সাজেদা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় পরিচয় পর্বের মধ্য দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাজেদা ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক আহমেদ মিরাজ উদ্দিন। প্রকল্পের সার্বিক বিষয় প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন সাজেদা ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার রুবেল খান । তখন উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার আইসিটি বিষয়ক কর্মকর্তা মোঃ মাসুদ রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা সমাজসেবা কর্মকর্তা  আব্দুল্লাহ আল ফয়সাল,  শরণখোলা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, রূপান্তরের প্রজেক্ট ম্যানেজার আলমগীর হোসেন মিরু, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান সুজন, সাজেদা ফাউন্ডেশনের (বিসিএফএস) প্রোগ্রাম অফিসার আলিম উজ্জামান লিটুসহ আরো অনেকে। সাজেদা ফাউন্ডেশন দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ১৯৯৩ সাল থেকে সমগ্র দেশব্যাপী কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলার মোংলা ও শরণখোলা উপজেলা জলবায়ু পরিবর্তন কর্মসূচির মাধ্যমে ব্যাপক কাজ করে চলেছে।


100




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]