আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টার, ২১ ডিসেম্বর
"মেধা ও মননে সুন্দর আগামী,"এই প্রতিপাদ্যকে সামনে রেখে,মানিকগঞ্জে বেসরকরি সংস্থা আরবের সফট স্কিল উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।
গতকাল সকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় উইসডম কোচিং সেন্টারে বেসরকরি সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব) এর যৌথ সহযোগিতায় এই
প্রশিক্ষণ অনুষ্টিত হয়।
অনুষ্টানের বিষয় বস্তু ছিলো শুদ্ধ উচ্চারণ, কবিতা আবৃত্তি, বক্তৃতা ইত্যাদি। এতে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও মেন্টরগন অংশগ্রহণ করে।
আরব সংস্থার কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার তাপস ঘোষ এর পরিচালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষকমো: ইমরান হোসেন, সুদিপ বিশ্বাস ও তৌহিদ রহমান ও
ওয়ার্ড পর্যায়ের কিশোর-কিশোরী বৃন্দ।