রাজধানীর পূর্বাচল এ এসএসসি ৮২, বাংলাদেশ কতৃক আয়োজিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আলোকে ★ বিরাশিয়ান মেজবান ও মিলন মেলা -২০২৪ সী শেলপার্কে অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন টিভি মিডিয়ার শিল্পীসহ খ্যাত নামা শিল্পীরা গান পরিবেশন৷ করেন।শেক্সপিয়ারের নাটক অবলম্বনে সাখাওয়াত রিপনের পরিচালনায় মোস্তফা শরিফের নব নাট্যয়ানে নাটিকাটি মন্চস্ত হয়। বিরাশিয়ানদের হাবিব,মালা,হীরু,নসরুলাহ,শাহিন,সুফিয়া,আজাদ ও রিপন অভিনয় করেন। মিলন মেলায় সার্বিক ব্যবস্থাপনায় সিরাজুল, নাজমুল, আজাদ, হীরু সহ সকল বিরাশিয়ান।বিরাশিয়ান সংগঠনটি নোটারী ইন্টারন্যাশনাল ও লায়ন্স এর সদস্য সমন্বয়ে গঠিত একটি সেবা মুলক সামাজিক প্রতিষ্ঠান। সামরিক / বেসামরিক বর্তমান ও সাবেক কর্মকর্তা, বিচারপতি সহ সমাজের সর্বস্তরের বিরাশিয়ান এতে অংশ গ্রহণ করেন।