নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রেজওয়ানুল হক সবুজকে নিজ এলাকা বাগেরহাটের শরণখোলায় সংবর্ধনা দিয়েছে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল। ২ ডিসেম্বর বিকাল ৪ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শরণখোলা উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ মামুন গাজীর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব শামিম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোল্লা ইসাহাক আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক তালুকদার, আহবায়ক কমিটির সদস্য টিএম জসিম উদ্দিন জাফর। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিমুল গাজী, বিএনপি নেতা শহিদুল ইসলাম লিটন, যুবদল নেতা ও শরণখোলা সরকারী কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বাসার, যুবদল নেতা মাসুম, শামিম হাসান বাচ্চু।
এ সময় বক্তারা শহিদ জিয়ার আদর্শকে ধারন করে আগামীতে সুন্দর একটি শরণখোলা গঠন করার লক্ষে ছাত্রদলের নেতাকর্মীদের সুশৃঙ্খল ভাবে দেশের জন্য কাজ করার আহবান জানান।