নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ
বাগেরহাটের শরণখোলায় জাতীয়তাবাদী কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর বিকালে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন মাঠে এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শরণখোলা উপজেলা কৃষক দলের আহবায়ক নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট-৪ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। প্রধান ব্ক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয়তা বাদী কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফউদ্দৌলা জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত, বাগেরহাট জেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহবায়ক চৌধুরী আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ডাঃ সফিকুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে ব্ক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মধু, ও যুবদল নেতা শহিদুল ইসলাম সোহাগ।
সভায় বক্তারা কৃষক বাঁচাতে ও শহিদ জিয়ার আদর্শ বাস্তবায়নে কৃষি পণ্য উৎপাদনে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।