সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২১ জমাদিউস সানি ১৪৪৬ | ০৭:২৯:৫২

শিরোনাম
বাগেরহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ নিহত ২ জন৷
আপডেট : ২০২৪-১১-১২ ১৭:৩৩:৩২

নইন আবু নাঈম তালুকদার বাগেরহাট থেকেঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে জানা যায়, সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোল্লাহাট উপজেলার মেঝেরা গাওলা নামক স্থানে খুলনাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে প্রাইভেটকার চালকসহ দুইজন নিহত হন। নিহতরা হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা প্রাইভেটকার চালক তারেক এবং রিয়াদ। আহতদের মধ্যে রয়েছেন মুরাদনগর উপজেলার হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলার রাসেল এবং তিতাস উপজেলার সোরাব হোসেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, "নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


239




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]