নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ
"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে শরণখোলায় যুব দিবস ও ৫৩ তম সময় দিবস পালিত হয়েছে। ২ নভেম্বর সকালে সকালে উপজেলা প্রশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। পরে উপজেলা পরিষদ মিলায়তনে সমাজসেবা কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সাদা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস। এ সময় আরো বক্তব্য রাখেনতালতলী আশ্রয়ন প্রকল্পের সভাপতি সাংবাদিক শাহিন হাওলাদার, সুন্দরবন সমবায় সমিতির সভাপতি ফয়সাল আহসান, রূপালী ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল কবির। পরে যুব প্রশিক্ষণে অংশগ্রহণ কারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।