সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | ০৩:২৪:৩৭

শিরোনাম
মানিকগঞ্জে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আপডেট : ২০২৪-১০-১৭ ১১:২৯:৩৩

এ-বি আব্বাসী,  স্টাফ রিপোর্টার

(মনিকগঞ্জ) ১৬ অক্টোবর :মানিকগঞ্জে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে "দৈনিক কালবেলা" পত্রিকার সাফল্যের ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্ববায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মানিকগঞ্জের পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মোঃ বশির আহমেদ। 

প্রধান অতিথি তার সংখিপ্ত বক্তব্যে

বলেন,  দৈনিক কালবেলা  আমাদের সকলের কাছে পরিচিত এক সুনাম ধন্য পত্রিকা। বস্তনিষ্ঠা সংবাদ পরিবেশনের কারনে কালবেলা আজকে সবার কাছেই পরিচিত। আগামিতে প্রত্রিকাটি  দেশ ও সমাজ উন্নয়নে আরও ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশাকে কেউ যেন বিক্রিত করতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য পরামর্শ দেন। সাংবাদিকদেরকে  কেউ যেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে পারে সেদিকে সরকারের খেয়াল আছে বলে জানান তিনি। যতটুকু সম্ভব ন্যায়ের পথে থেকে সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতা করা হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

পরে মানিকগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ বশির আহামেদ কে  সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্টা ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার ছানু, সদস্য সচিব মোঃ শাহানুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি অতীন্দ্র চক্রবর্তী (বিপ্লব), একুশে টিভির জেলা প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, দৈনিক বাংলা ৭১ পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আহম্মেদ নান্নু, দি নিউ এজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শাহজাহান বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কাবুল উদ্দিন খান, যুগান্তর পত্রিকার স্টাফ রির্পোটার মতিউর রহমান, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্ত্তী, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম, ৭১টিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির, যমুনা টেলিভিশনের স্টাফ রির্পোটার বিএম খোরশেদ, দৈনিক দেশের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাশার আব্বাসী,ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা শাহিনূল ইসলাম তারেক,ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আর এস মঞ্জুর রহমান, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোমিন, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল আলম লিটন, দেশের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এএসএম সাইফুল্লাহ, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি, মোঃ আকরাম হোসেন, দিপ্তটিভির জেলা প্রতিনিধি জাহিদুল হক চন্দন, ঢাকা পোষ্টের সোহেল হোসেন প্রমুখ।


275




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]