সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | ০৩:৪৭:২০

শিরোনাম
মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত
আপডেট : ২০২৪-১০-১৭ ০০:১৩:২৯

আব্বাসী,স্টাফ রিপোর্টার, (মানিকগঞ্জ) (১৬ অক্টোবর) :

'স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ' এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় মানিকগঞ্জেও শোভাযাত্রা-আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে । 

আজ (বুধবার) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর, হাত ধোয়ার কৌশল দেখানো হয়। শেষে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোঃ মকছেদুল মোমিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শিবালয় উপজেলা কাযালয়ের উপসহকারি প্রকৌশলী দবিরুল ইসলাম।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপ প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য সুরক্ষায় নিয়ম জেনে হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম। এজন্য হাত ধোয়ার কৌশল জানা দরকার।


205




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]