সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | ০৩:২৩:১৬

শিরোনাম
মানিকগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উৎযাপিত
আপডেট : ২০২৪-১০-১৫ ২৩:৪১:০৬

 আব্বাসী স্টাফ রিপোর্টার(মানিকগঞ্জ) (১৫ অক্টোবর)।।

হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে  বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উৎযাপিত হয়েছে। 

 আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এই দিবসের আয়োজন করে। 

সাদাছড়ি দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী, সমাজসেবা কার্যালয়ের সহকারি- পরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা শুক্লা সরকার, প্রতিবন্ধী সংগঠন-এমডিপিওডি'র পরিচালক এন্তাজ আলী, দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অংশ। তাঁরা কারও বোঝা নয়। সমাজের মূল অংশের সাথে তাঁদের অন্তর্ভুক্ত ছাড়া দেশের সার্বিক কল্যাণ সম্ভব নয়। এজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলি একযোগে কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সমাজের সর্বোস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান তারা।


176




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]