রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | ২২:৩৯:০২

শিরোনাম
সাপাহারে কণ্ঠশিখনের দেয়ালপত্রিকা প্রকাশ
আপডেট : ২০২৪-১০-১১ ১৮:০৩:২৬


গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে আবৃত্তি প্রতিষ্ঠান কণ্ঠশিখন-এর দেয়ালপত্রিকা “প্রজাপতি” প্রকাশ হয়েছে। 


শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানের কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কণ্ঠশিখনের নির্বাহী পরিচালক মাহফুজ ফারুকের সভাপতিত্বে,মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন সাপাহার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নাজির উদ্দিন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার প্রেসক্লাবের আহ্বায়ক তছলিম উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মঈদুল ইসলাম, পোরশা সরকারি কলেজের প্রভাষক হারুনুর রশীদ ও এ্যাডভান্সড ক্যারিয়ার ইনস্টিটিউট রাজশাহীর পরিচালক আক্তারুজ্জামান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রজাপতির সম্পাদক তোফাজ্জল হোসেন। 

 

প্রধান অতিথি প্রফেসর মো. নাজির উদ্দিন বলেন, ‘দেয়ালপত্রিকার মাধ্যমে সৃজনশীলতার বিকাশ ঘটে। যা শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজনীয়। এ ধরনের কার্যক্রম দেশের সকল প্রান্তে ছড়িয়ে দেয়া এখন সময়ের দাবি।’

অনুষ্ঠানের সভাপতি মাহফুজ ফারুক বলেন, মাদক ও উগ্রবাদ থেকে প্রজন্মকে রক্ষা করতে একাডেমিক পড়ালেখার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি-বিজ্ঞান ও ক্রীড়া চর্চাকে অগ্রাধিকার দিতে হবে। 


অনুষ্ঠানের শুরুতে আবৃত্তি পরিবেশন করেন কণ্ঠশিখনের শিক্ষার্থী  আবরার হোসেন ও শাহরিয়ার নাফিস।


381




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]