নইন আবু নাঈম, শরণখোলা থেকেঃ
"শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন অঙ্গিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরণখোলায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষক দিবস পালিত হয়েছে। ৫ অক্টোবর সকাল দশটায় রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের সামনে থেকে একটি র্যালি রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাইলট হাই স্কুল মিলনায়তনের সামনে শেষ হয়।
উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের দুই শতাধিক শিক্ষক অনুষ্ঠানে যোগদান করেন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক বদিউজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, জামাতে ইসলামী বাংলাদেশ শরণখোলা উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম কবির। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাবালবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, রায়েন্দা রাজৈর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল আনোয়ারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আ: মালেক রেজা, শরণখোলা সরকারি কলেজের প্রভাষক আলীম আল রেজা শোভন, শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, মীর আবুল কালাম, এইচএম সেলিম, খাদা গগন মেমোরিয়াল মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুল হক, ডিএন কারিগরি কলেজের শিক্ষক শামীম হাসান সুজন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, নাসির উদ্দিন মুক্তা, সহকারী শিক্ষক জুয়েল। অনুষ্ঠানের শুরুতে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ও জাতীয় শিক্ষা সপ্তাহে যারা কৃতিত্ব অর্জন করেছে তাদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সুদীপ্ত কুমার সিংহ সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। অনুষ্ঠানের শিক্ষক বৃন্দ সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।