সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২১ জমাদিউস সানি ১৪৪৬ | ০৮:৫৫:১৬

শিরোনাম
মানিকগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনে হরিরামপুরে সাইদুর এবং সিংগাইরে সায়েদুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত
আপডেট : ২০২৪-০৫-০৯ ১৯:৫৬:৫০

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল 8-5-2024 তারিখ রোজ বুধবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদে তৃতীয়বারের মতো (মোটরসাইকেল) প্রতীকে নির্বাচনে হলেন দেওয়ান সাইদুর রহমান, তিনি মোট ৩১,৮৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন ও নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মো: সাদ্দাম হোসেন (দোয়াত কলম) ২০,১৬৪ ভোট পেয়েছেন। এদিকে সিংগাইর উপজেলায় কাপ-পিরিচ প্রতীকে প্রথমবারের মতো মো.সায়েদুল ইসলাম ৪৭,৯৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন ও  তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আবদুল মাজেদ খান সহ সভাপতি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ, আনারস মার্কায়- ৩৮,২১৪ পেয়েছেন।

বুধবার রাতে হরিরামপুর ও সিংগাইর উপজেলা রিটার্নিং কর্মকর্তা অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া সিংগাইর উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে (পুরুষ) তালা প্রতীকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: রমিজ উদ্দিন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন বেসসরকারিভাবে নির্বাচতি হয়েছেন।

অপরদিকে হরিরামপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে বই প্রতীকে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার চায়না বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সিংগাইর উপজেলায় মোট ভোটের ৩০.২৯ শতাংশ এবং হরিরামপুর উপজেলায় ৪৪.৪৫শতাংশ ভোট পড়েছে।

জেলা নির্বাচন অফিসার মো: আমিনুর রহমান মিঞা জানান, কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ১ম ধাপের মানিকগঞ্জের দুটি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। 



358




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]