আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : ৮ মে
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মানিকগঞ্জের হরিরামপুর ও সিংগাইর দুটি উপজেলায় উৎসব মুখোর পরিবেশের মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) সকাল আটটা থেকে ভোট গ্রহন
শুরু হয়ে একটানা বিকাল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহন চলে। নির্বাচন শেষে বেসরকারী ভাবে হরিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে দেওয়ান সাইদুর রহমান। তিনি মোটর সাইকেল প্রতিক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৩১৮৪৮ ভোট। তার নিকটতম প্রতিদন্দী মো: সাদ্দাম হোসেন দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ২০১৬৪ ভোট।
ভাইচ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো: বিল্লাল হোসেন, তিনি বই মার্কায় পেয়েছেন ১৯১০৪ ভোট এবং তার নিটতম প্রতিদ্বন্দী চসমা মার্কায় পেয়েছেনন ১৫১৬৫ ভোট। মহিলা ভাইচ চেয়ারম্যান পদে শামিমা খাতুন ফুটবল প্রতিকে ২৯৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী হাঁস মার্কায় পেয়েছেনন ২০৫০১ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান জানন, হরিরামপুর উপজেলায় মোট ৬৫ টি ভোট কেন্দ্র ভোট কক্ষ ছিলো ৪১৭টি, মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৬০৮ জন। ভোট কাষ্ট হয়েছে ৪৪.৪৫ পার্ছেন্ট।
তিনি আরো জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পরিমানে বিজিবি, পুলিশ, মোবাইল টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছিলো। এছাড়া মোতায়েন করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
অপরদিকে সিংগাইরে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.সায়েদুল ইসলাম। তিনি কাপ পিরিচ প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন-৪৭ হাজার ৯শত ৮৮ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.আব্দুল মাজেদ খান (আনারস প্রতীক)। তিনা পেয়েছেন ৩৮ হাজার ২ শত ১৪ । ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছে মো.রমিজ উদ্দিন (তালা প্রতীক) । তিনি পেয়েছেন, ৪৫ হাজার ৭ শত ৫৮ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.আব্দুস সালাম মোল্লা (মাইক প্রতীক) ভোট পেয়েছেন ৩০ হাজার ৬শত ৮১ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন আনোয়ারা খাতুন।তার মার্কা ছিলো হাঁস । তিনি পেয়েছেন ৬৯ হাজার ৬শত ৮১ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আফরোজা রহমান লিপি। তিনি কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন,২২ হাজার ৮ শত ২৮ ভোট ।
উল্লেখ্য নির্বাচিত তিনজনের গ্রামের বাড়ী সিংগাইরের আজিমপুর হওয়ায়
আজিমপুর হওয়ায় গুটা গ্রাম এখন আনন্দে মাতোয়ারা।
জানাযায়,সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন ১টি পৌরসভা ১০১টি কেন্দ্রে সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহন। ভোট গ্রহন ও গনণা শেষে বিভিন্ন কেন্দ্রের ফলাফল উপজেলা পরিষদের হলরুমে জমা দেয়া হয় । পরে সমস্ত কেন্দ্রের ফলাফল গননা করে রাত ১০ টায় উপজেলা সহকারি রির্টানিং অফিসার মো.শরিফুল ইসলাম ফলাফল ঘোষনা করেন।