আব্বাসী, স্টাফ রিপোর্টার,(মানিকগঞ্জ), ৬ মে
মানিকগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম শীর্ষক অবহিত করণ ও উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই সর্বজনীন পেনশন স্কিম শীর্ষক অবহিত করণ ও উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আকতার। প্রধান অতিথি সকল বয়স ও শ্রেণী পেশার লোকজনকে সর্বজনীন পেনশন স্কিমের সুবিদা গ্রহণের আহবান জানান ।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার,উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুল ইসলাম ইয়াকুব, ইউপি চেয়ারম্যনগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।