সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | ০৩:৩৬:৫১

শিরোনাম
চেয়ারম্যান ২, ভাইসচেয়ারম্যান পুরুষ-৫, মহিলা-২ শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জনের মনোনায়ন পত্র জমা
আপডেট : ২০২৪-০৫-০৩ ১৬:৩৪:০৯

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

আসন্ন শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৯ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন। ২ মে শরণখোলা উপজেলা নির্বাচন অফিসে বিকাল ৪টা পর্যন্ত চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রায়হান উদ্দিন আকন শান্ত উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান,  ও মোঃ আসাদুজ্জামান মিলন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন হাসানুজ্জামান পারভেজ সাউথখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান,  আজিজুল ইসলাম সবুজ রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ বাবুল আকন ধানসাগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, এইচএম আসাদুজ্জামান মাসুদ রায়েন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস ছত্তারের কনিষ্ঠ পুত্র এবং আঃ জলিল (মুফতি) ওলামালীগের সাধারণ সম্পাদক।

এবং মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোসাঃ রাহিমা আক্তার হাসি বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও শিখা আক্তার বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ হাসেম তালুকদারের কন্যা।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইনায়েত হোসেন বলেন, মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাগেরহাট জেলা নির্বাচন অফিসে রিটানিং কর্মকর্তা ৫ মে মনোনয়নপত্র বাছাই করবেন। 




246




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]