সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | ০৩:৪৬:২০

শিরোনাম
মানিকগঞ্জের বেতিলা হাই স্কুল এন্ড কলেজের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।
আপডেট : ২০২৪-০৪-১৭ ১৩:০৬:৪৯

আরিফুর রহমান ঃ গতকাল মহা ধুমধামে অনুষ্ঠিত হলো প্রাক্তন ছাত্র-ছাত্রী কর্তৃ কর্তৃ ক আয়োজিত বেতিলা হাইস্কুল অ্যান্ড কলেজের “ঈদ পুনর্মিলনী ও প্রথম ক্রিকেট উৎসব-2024. উক্তানুষ্ঠানে মোট 22 টি ব্যাচ অংশগ্রহন করে। তার মধ্যে সবচেয়ে সিনিয়র ব্যাচ বন্ধুমহল, এস.এস.সি-1996 ব্যাচের অংশ্রগ্রহণ। এই ব্যাচে উপস্থিত ছিলেন, আরিফুর রহমান, মোঃ সুরুজ মিয়া, আসলাম মোল্লা, নুরুল আসলাম,  ইদ্রিস আলী, আরিফ হোসেন, তাইমুর রহমান টিপু প্রমুখ। এই আনন্দ উপভোগ করার জন্য এই ব্যাচের ছাত্র ছানোয়ার হোসেন বার বার লন্ডন থেকে ভিডিও কলে লাইভে আসে।

মেয়েদের জন্য ছিল “চেয়ার দখল  খেলা । এ খেলায় বিজয় ছিনিয়ে প্রথম স্থান অধিকার করে 1996 ব্যাচের ছাত্র আলাউদ্দিনের কন্যা প্রত্যাশা। 22 টি ব্যাচের ক্রিকেট খেলায় রানার্স আপ হয় 2007 ব্যাচ ও বিজয়ী হয় 2019 ব্যাচ। সর্বশেষে আকর্ষনীয় রেফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সকাল 9 টায় জাতীয় সংগিত ও পতাকা উত্তোলনের মাধ্যমে সন্ধা 6 টা পর্যন্ত একটানা অনুষ্ঠান চলে। এই অনূষ্ঠানের আয়োজক বৃন্দরা অত্যান্ত পরিশ্রম করে সুন্দর একটি সফল অনুষ্টান উপহার দিয়েছে। তাদের মধ্যে- সুজন, মুন, রানা কাদের, সালমান, ফারুক, মিজান প্রমুখ উল্লেখযোগ্য।


567




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]