নইন আবু নাঈম, শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা সহ শফিকুল (২৫) নামের এক যুবককে আটক করেছে। ২৭ মার্চ বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার সাউথখালি ইউনিয়নের তাফালবাড়ী বাজার সংলগ্ন নতুন ব্রিজ এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করে।
শরণখোলা থানা পুলিশ সূত্রে জানা যায় তাফালবাড়ী বাজার থেকে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদে শরণখোলা থানা পুলিশের এসআই ফতেউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজার সংলগ্ন নতুন ব্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করছে এমন অভিযোগে উপজেলার দক্ষিন তাফালবাড়ী গ্রামের মৃত রশিদ হাওলাদারের পুত্র শফিকুল হাওলাদারকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খান বলেন, শফিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হবে।