শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ | ১৯ শাওয়াল ১৪৪৬ | ১৬:০৫:২০

শিরোনাম
মহাসড়কে ছিনতাই করতে গিয়ে দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
আপডেট : ২০২৪-০৩-২৬ ২৩:৫৮:১২


স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) ২৬ মার্চ ঃ

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে ছিনতাইয়ের সময়  মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার হয়েছে। সোমবার (২৫ মার্চ) রাতে ঢাকা- টাঙ্গাইল -বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা ওই দুই পুলিশ কনস্টেবলদের  ধরে ফেলেন। পরে তাদেরকে মহাসড়কের দেওহাটা পুলিশ ফাঁড়ির কাছে সোপর্দ করা হয়।  তারা হলেন, জেলার বাসাইল উপজেলার মিরেকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়ার ময়নাল হকের ছেলে মো. মোহসীন মিয়া। দুই কনস্টেবল মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত আছেন। এ ঘটনায় সোমবার রাতেই তাদের দুইজনকেই সাময়িক বহিষ্কার করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। 

ওই রাতেই মধুপুর উপজেলার পিকআপ চালক রানা বাদী হয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম।

এব্যপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য বলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


430




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]