দেড় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামান.
রবিবার দুপুর ৫ টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ১ থেকে তিনি মুক্তি পান।
এ সময় কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন মহানগর উত্তর বিএনপি নেতারা।
মুক্তি পাওয়ার পর মোস্তফা জামান বলেন, নেতাকর্মীদের জেলে আটকে সরকার ক্ষমতায় থাকতে চায় । সরকার যে প্রহসনের নির্বাচন করেছে তা সারা বিশ্ব দেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে।
গত ১২ ফেব্রুয়ারি বিকেল ৫ টার সময় উত্তরার নিজ বাসভবন থেকে গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়। ৪/৩/১৩ সালের ভাঙচুর ও নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।