সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ | ২১ জমাদিউস সানি ১৪৪৬ | ০৭:১৬:৫১

শিরোনাম
এলায়েন্স বিল্ডার্সের নিজস্ব কার্যালয়ে তিন দিন ব্যাপি শুরু হয়েছে আবাসন মেলা ২০২৪।
আপডেট : ২০২৪-০৩-২৩ ১৮:০৮:৫১

রাজধানীর  মিরপুর পশ্চিম  কাজী পাড়ায় এলায়েন্স  বিল্ডার্সের নিজস্ব কার্যালয়ে তিন দিন ব্যাপি শুরু হয়েছে  আবাসন মেলা ২০২৪।


শুক্রবার থেকে শুরু করে টানা তিন দিন চলবে এই মেলা।মেলায় সাগর কন্যা কুয়া কাটাতে অবস্থিত 

এলায়েন্স বিল্ডার্সের হোটেলে  যে কেউ ৫ লক্ষ টাকায় শেয়ার কিনে হতে পারেন শেয়ার মালিক।

মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - এলায়েন্স  গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান রুবেল। 

এ সময় আসাদুজ্জামান রুবেল বলেন-

আমরা  দীর্ঘ ১৪ বছর যাবত আমরা  আস্থা ও নিষ্ঠার  সাথে গ্রাহক দের ফ্ল্যাট বুঝিয়ে দিয়ে আসছি। এবার আমরা কুয়াকাটা সাগর  কন্যার বুকে থ্রী স্টার মানের হোটেল এর কার্যক্রম শুরু করেছি। 

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোও  উপস্থিত  ছিলেন- কম্পানীর সিনিয়র  মার্কেটিং ম্যানাজার-আল মামুন,সাজু মিয়া এবং ইমরান আলী। 

মেলা শেষে আগত দর্শনার্থীদের টিশার্ট ও ইফতার সামগ্রী  বিতরন করা হয়।


তারিখ ও সময়:২৩ মার্চ ২০২৪, শনিবার,সকাল সাড়ে ১০টাস্হান:পশ্চিম কাজীপাড়া মিরপুর,ঢাকা




            


156




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: সাজেদুল ইসলাম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]